কিডনি কেনা-বেচা চক্রের মূলহোতাসহ ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০১:২১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
- / ১৬৫৭ বার পড়া হয়েছে
কিডনি কেনাবেচা চক্রের মূলহোতা আনিছুর রহমানসহ ৫ জনকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করেছে রেব-ওয়ান। দুপুরে কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, রেব-ওয়ানের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশতাক আহমেদ। রেব জানায়, চক্রটি গত কয়েক বছর ধরে প্রতারণার মাধ্যমে অর্ধশতাধিক ব্যক্তির কিডনি বিক্রি করেছে।
টাঙ্গাইলের আনিছুর রহমান নিজের কিডনি বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার হয়েছিলেন। এরপর নিজেই গড়ে তোলেন কিডনি বিক্রির ভয়ঙ্কর চক্র।
অবশেষে একটি সিপিইউ, ১৪টি পাসপোর্টের ফটোকপি, ভারতীয় রুপী, ৭টি মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে চক্রটিকে গ্রেফতার করে রেব-১।
সংবাদ সম্মেলনে রেব জানায়, বিত্তবান গ্রহীতার কাছ থেকে কিডনি প্রতি ৫০ লাখ টাকা নিতেন আনিছুর। তবে কিডনি প্রদানকারী ব্যক্তিকে দেয়া হতো মাত্র পাঁচ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে রেব অধিনায়ক জানান, অসহায় মানুষগুলোকে টার্গেট করে প্রতারণার ফাঁদ পাতে এই চক্র।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় রেব।