কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নেয়া হয়েছে সব প্রস্তুতি
- আপডেট সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
- / ১৮৯২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের প্রায় দুইশত বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ মাঠে এবার অনুষ্ঠিত হবে ১৯৬ তম ঈদুল ফিতরের জামাত। ঐতিহাসিক এ মাঠে আশেপাশের জেলা ছাড়াও দেশ-বিদেশ থেকে কয়েক লাখ মুসুল্লি ঈদের জামাতে অংশ নেন। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, জেলা প্রশাসনের পক্ষ থেকে। ঈদ জামাতকে ঘিরে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা।
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে নেয়া হয়েছে সব প্রস্তুতি। সবশেষ তুলির আঁচড়ে রঙিন হচ্ছে ঈদগাহ মাঠের সীমানা প্রাচীর। নামাজের কাতার সোজা রাখতে দেয়া দাগ কাটাও শেষ পর্যায়ে। এ মাঠে ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল দশটায়। দেশ-বিদেশের সাড়ে তিন লাখ মুসুল্লি অংশ নেন এই ময়দানে। এখানে অংশ নিতে এক সপ্তাহ আগেই মুসুল্লিরা ভিড় করেন এলাকায়।
২০১৬ সালে শোলাকিয়া ময়দানে জঙ্গি হামলার পর থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয় এখানে। এবার পরিস্থিতি পর্যবেক্ষণে ৬ টি ওয়াচ টাওয়ার, চারটি ড্রোন ক্যামেরা সহ পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে জেলা শহরসহ ঈদগাহ মাঠ।
জায়নামাজ ছাড়া অন্য কিছু নিয়ে মাঠে প্রবেশ না করতে মুসুল্লিদের অনুরোধ করেছে জেলা প্রশাসন। চলবে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেন।
১৮২৮ সালে প্রথম ঈদুল ফিতরের বড় জামাতে এ মাঠে প্রথম সোয়া লাখ মুসল্লি একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। সেই থেকে “সোয়ালাখিয়া” মাঠ এখন শোলাকিয়া নামে পরিচিত।