কিশোরগঞ্জের কটিয়াদিতে চলছে ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা
- আপডেট সময় : ০৬:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কটিয়াদিতে চলছে ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী কুড়িখাই মেলা। একে ঘিরে উৎসবে মেতেছে আশপাশের মানুষ। মেলার মূল আকর্ষণ বড় আকারের মাছের বাজার। স্থানীয় রীতি অনুযায়ী এ মেলা থেকে মাছ কিনে শশুরবাড়ী যান জামাইরা।
কিশোরগঞ্জের কটিয়াদিতে গ্রামীণ মেলা
সার্বজনীন উৎসবটির মূল আকর্ষণ বড় আকারের মাছের বাজার
প্রায় ৪শ’ বছর আগে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার কুড়িখাই এলাকায় আস্তানা গাড়েন বার আউলিয়ার অন্যতম শাহ শামসুদ্দিন আউলিয়া বোখারী (রঃ)। প্রচলিত আছে, আধ্যাত্মিক এ সাধকের মৃত্যুর পর বাৎসরিক ওরসকে ঘিরে শুরু হয় এই আয়োজন। পরে তা গ্রামীণ মেলা রূপে হয়ে যায়–সার্বজনীন উৎসব। বরাবরের মত এবারও আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী মেলার। মেলায় রয়েছে গ্রামীণ মেলার চিরচেনা নাগরদোলা, পুতুলনাচ, সার্কাস সহ নানা আয়োজন। দোকানীরা বসেছেন প্রসাধনী, মুড়ি-মুড়কীসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে।
প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে বসা মেলার মূল আকর্ষণ বড় আকারের মাছের বাজার। রীতি অনুযায়ী আশেপাশের গ্রামের জামাইরা মেলা থেকে বড় আকারের মাছ কিনে শশুরবাড়িতে যাবেন, তাই মাছ ব্যবসায়ীরা বড় মাছ সাজিয়ে বসেছেন।
বর্তমান প্রযুক্তির যুগেও প্রাচীন গ্রামীন এ মেলার এ ঐতিহ্য ধরে রাখার আহবান স্থানীয় সংসদ সদস্যের।
মেলা চলবে আগামী রোববার পর্যন্ত।