কিশোরগঞ্জে এবার সরিষার বাম্পার ফলন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মাঠ প্রান্তরে এখন হলুদ চাদর বিছানো। সরিষা ফুলের হলুদরঙ, ঘ্রাণ আর মৌমাছির গুঞ্জন আকৃষ্ট করছে প্রকৃতি প্রেমিদের। এবার সরিষার বাম্পার ফলনে খুশি কৃষকও।
ফুলে-ফুলে মৌমাছির গুঞ্জন। সরিষা ফুলের ঘ্রাণ আর হালকা বাতাসে চারার দুলনিতে উঠে হলুদ ঢেউ। এ দৃশ্য মুগ্ধ করবে যেকোন প্রকৃতি প্রেমিকে।
শীতের শুরুতেই কিশোরগঞ্জের হাওর আর চরের মাঠ জুড়ে এমন দৃশ্য একরের পর একর জমিতে। যতদূর চোখ যায় শুধু হলুদ আর হলুদ।
রোপা-আমন কাটার পর এবং বোরো আবাদের মাঝামাঝি সময়ে সরিষার আবাদ। তাই স্থানীয়ভাবে বাড়তি ফসল হিসেবে পরিচিত তেল জাতীয় এ রবিশস্য।
এদিকে ভাল দাম পাওয়ায় সরিষার আবাদে আগ্রহ বাড়ছে।
চলতি বছর জেলায় ৯ হাজার ৩’শ হেক্টর জমিতে ১৫ হাজার টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।