কিশোরগঞ্জে ঐতিহ্যবাহী মঙ্গলবাড়ীয়ায় লিচুর বাম্পার ফলন
- আপডেট সময় : ০৫:১৭:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / ১৮০২ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এবারও ঐতিহ্যবাহী মঙ্গলবাড়ীয়ায় লিচুর বাম্পার ফলন হয়েছে। দেখতে লাল টুকটুকে, খেতে সুস্বাদু হওয়ায় এ লিচুর খ্যাতি রয়েছে দেশ-বিদেশে। চলতি মৌসুমে ৩০ হাজারেরও বেশী গাছ থেকে ১০ কোটি টাকার লিচু বিক্রি করতে পারবেন বলে আশা চাষিদের।
গ্রামের শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত, প্রতিটি ছোট বড় রাস্তার দুই পাশ জুড়ে সারি সারি লিচুগাছ। প্রতিটি গাছেই রক্তিম টকটকে লাল রসালো পাঁকা লিচু ঝুলছে। প্রথমবার কেউ এ গ্রামে আসলে চোখ জুড়ানো এমন দৃশ্য দেখে থমকে দাঁড়াবেন মূহুর্তেই। শত বছর ধরে মধু মাস জৈষ্ঠ্য এলেই এমন মুগ্ধকর দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার মঙ্গলবাড়ীয়া গ্রামে।
জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে এই লিচু গ্রামের অবস্থান। কালক্রমে গ্রামের নামানুসারে লিচুর নাম “মঙ্গলবাড়ীয়া” লিচু। এর স্বাদ অন্যান্য লিচুর চেয়ে অনেক ভাল। তাই মৌসুম এলেই দূরদূরান্ত থেকে এই গ্রামে ছুটে আসেন লিচু প্রেমি পর্যটকটরা।
গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান পেশা লিচু চাষ। এখন লিচুর ভরা মৌসুম। ফলে মঙ্গলবাড়িয়ায় চলছে উৎসবের আমেজ। চাষিদের চোখে মুখেও আনন্দের ঝিলিক। দেশের গন্ডি পেরিয়ে প্রবাসীরাও লিচুর স্বাদ উপভোগ করেন বহু বছর ধরে।
লাভজনক “মঙ্গলবাড়িয়া” লিচুর আবাদ পুরো জেলায় ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি বিভাগ।
স্থানীয়রা জানান, প্রায় ২’শ বছর আগে মঙ্গলবাড়িয়া গ্রামের জনৈক হাশিম মুন্সি চীন থেকে একটি লিচুর চারা এনে তার বাড়ির আঙ্গিনায় রোপণ
করেন। সেই থেকেই উন্নত এই লিচুর জাত ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে।