কিশোরীকে জোরপূর্বক বিয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ জুন ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
সালিশ বৈঠকে কিশোরী কন্যাকে জোরপূর্বক বিয়ের ঘটনায় পটুয়াখালীর কনকদিয়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা- শাহিন হাওলাদারসহ ৬ জনের বিরুদ্ধে পটুয়াখালী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।
মামলার আইনজীবী এ্যাডভোকেট মোহাম্মদ আল আমিন জানান, অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তার ক্ষমতার অপব্যবহার করেছেন। তিনি নাবালিকা কন্যাকে জোরপূর্বক বিয়ে করেন। এছাড়া রমজান হাওলাদার নামে এক যুবককে হত্যার উদ্দেশ্যে মারধর করেন এবং বিষ খাইয়ে হত্যার চেষ্টা চালান। সকালে রমজান হাওলাদারের বড় ভাই- মোহাম্মদ আল ইমরান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।