কিশোর গ্যাং নিয়ন্ত্রণে অভিভাবকদের সচেতনতার আহ্বান রাষ্ট্রপতির
- আপডেট সময় : ০৮:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
কোমলমতি শিক্ষার্থীরা যেন কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকে, সে ব্যাপারে অভিভাবকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। টিকটক ও লাইকির লোভনীয় ফাঁদে পা দিয়ে কোমলমতি শিক্ষার্থীরা যেন মানব পাচারের শিকারে পরিণত না হয়, এ বিষয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি। মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশনে মানবাধিকার কমিশন আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি একথা বলেন।
বঙ্গভবন থেকে ধারণ করা বক্তৃতায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মানবপাচার ও মাদকের ভয়াবহতা সমাজে নানা বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। সমাজে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে এগিয়ে আসাত হবে।
বাংলাদেশে নারীর অগ্রযাত্রার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত।
মিয়ানমার, আফগানিস্তান, ফিলিস্তিন ও সিরিয়াসহ পৃথিবীর বিভিন্ন দেশে মানবিক সংকট চলছে। এসব সংকট মোকাবিলায় বিশ্বের সব দেশকে একযোগে কাজ করার কথাও বলেন রাষ্ট্রপ্রতি আবদুল হামিদ।
করোনা মহামারি রোধে সবার জন্য ন্যায়সঙ্গত ও সাশ্রয়ী মূল্যে টিকার প্রাপ্যতা নিশ্চিত করে মানবাধিকারকে সমুন্নত রাখার আহব্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বকে করোনার ছোবল থেকে বাঁচাতে সবার জন্য টিকার বিকল্প নেই।
কমিশন চেয়ারম্যান নাসিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।