কুকি-চিনকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৮১৪ বার পড়া হয়েছে
বান্দরবনে দু’টি ব্যাংকের তিন শাখায় ডাকাতিকে ছোট ঘটনা হিসেবে দেখা হচ্ছে না। কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে কঠোরভাবে দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, মাঝে মধ্যে কুকি-চীনের প্রতিনিধির সঙ্গে কথা হয়। তখন তারা বলেছিল, তারা শান্তি চায়, ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনার জন্য অনেক কিছু করতে চায়। কিন্তু হঠাৎ করে আক্রমণ, ব্যাংক ডাকাতি, নতুন কোনো বিষয় মনে হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ব্যাংক থেকে বেশি টাকা নিতে পারেনি। তাই ম্যানেজারকে অপহরণ করেছে। তাকে উদ্ধার ও মুক্ত করার ক্ষেত্রে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি খুলনায় পাটকল ও চট্টগ্রামে এস. আলমের চিনিকলসহ ধারাবাহিকভাবে আগুনের ঘটনা ঘটছে। এর পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ জড়িত থাকে তাহলে ব্যবস্থা নেয়ার কথা জানান আসাদুজ্জামান খান।