কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপোর ছেলেকে গ্রেফতারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট জোয়াকিন এল চ্যাপোর ছেলেকে গ্রেফতারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছে দেশটির পুলিশ।
বৃহস্পতির নিরাপত্তা বাহিনীর সদস্যরা মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কুলিয়াকান নগরীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় উভয় পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। ব্যাপক সহিংসতা ও বন্দুকযুদ্ধের এক পর্যায়ে এল চ্যাপোর ছেলেকে রেখেই ওই এলাকা ছেড়ে আসতে বাধ্য হয় পুলিশ। এই অভিযানের বিষয়ে নিরাপত্তা পরিষদের সাথে বৈঠক করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। শিগগিরই পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। এল চ্যাপোর মেক্সিকো, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে কোকেন, হেরোইন, মারিজুয়ানা ও মেথামফেটামাইন পাচারের জন্য কুখ্যাত। ২০১৭ সালে তাকে আটক করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করে মেক্সিকো।