কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা : ফখরুল
- আপডেট সময় : ০১:৩৮:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
কুটনীতিকদের প্রটোকল থেকে পুলিশে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত চরম দায়িত্বজ্ঞানহীনতা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসরাম আলমগীর। তিনি বলেন, ত্রিদেশীয় সফরে প্রটোকল না পেয়েই কুটনীতিকদের পুলিশ প্রত্যাহার করে প্রতিশোধ নিয়েছেন প্রধানমন্ত্রী। এ ধরণের সিদ্ধান্ত আন্তর্জাতিক বিশ্ব থেকে একঘোরে করে দেবে বাংলাদেশকে।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি আরও বলেন, ক্ষমতা হারানোর ভয়ে দুঃশ্চিন্তায় আছেন প্রধানমন্ত্রী। তাই যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা নিয়ে বিষোদগার করছেন। অপর এক প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ভুল নয় বরং সংসদ থেকে বেরিয়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিলো। নির্বাচিত সংসদ ছিলো না বলেই বিএনপি সংসদ থেকে বেরিয়ে এসেছে।
মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীণ কোন সরকার গঠন হলো তাতে কোন মাথাব্যাথা নেই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তিনি জিয়াউর রহমানের শাহাদাৎ বাষিকী উপলক্ষে ৩০ মে থেকে ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেন।