কুড়িগ্রামের উত্তরের খরস্রোতা নদী ও তিস্তা বন্যার মুখে বিপদগ্রস্ত বাসিন্দারা
- আপডেট সময় : ০১:৪১:০৩ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
- / ১৬৭১ বার পড়া হয়েছে
উত্তরের খরস্রোতা নদী তিস্তার ভাঙন ও বন্যার মুখে বিপদগ্রস্ত কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দারা। শনিবার বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত পানির স্রোতে নদী ভাঙনে উপজেলার বিদ্যানন্দ ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের প্রায় ৫০টি বাড়িঘর বিলীন হয়ে গেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে ডুবে গেছে দুই ইউনিয়নের ৫০০ বাড়িঘর।
অন্যদিকে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার ৪০টি চরাঞ্চলের গ্রামে পানি প্রবেশ করে প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাড়িঘর ৩ থেকে ৪ ফুট পানিতে তলিয়ে গেছে। সেই সঙ্গে ধানসহ শস্য ক্ষেতগুলো তলিয়ে আছে পানিতে। পানিবন্দি মানুষ বাড়িঘর ছেড়ে উঁচু স্থানে ও পাউবো’র বাঁধে আশ্রয় নিয়েছেন। রংপুরের কাউনিয়া রেল ব্রিজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বৃদ্ধিতে অনেক স্থানে রাস্তাঘাট তলিয়ে গেছে। দেখা দিয়েছে মানুষ ও প্রাণীকূলের খাদ্য সংকট। ৭০৫ হেক্টর আমন ধান, ৮ হেক্টর বীজতলা ও ১১০ হেক্টর সবজি ক্ষেত বন্যায় নিমজ্জিত হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ।