কুড়িগ্রামে নদ-নদীর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
- / ১৬৯১ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের পানি নেমে না যাওয়ায় এসব এলাকার ঘরবাড়ীতে এখনও ফিরতে পারছে না মানুষজন।
গ্রামীন রাস্তাঘাট তলিয়ে থাকায় স্বাভাবিক হয়নি যোগাযোগ ব্যাবস্থা। বিদ্যালয়ে পাঠদান অনুপোযোগী থাকায় প্রায় অর্ধ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। জেলা মৎস বিভাগ জানায় বন্যায় প্রায় ৬শ’ মৎস চাষীর সাড়ে ৬শ পুকুরের মাছ ভেসে গেছে। এতে প্রায় ২৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায় ধরলা তিস্তা দুধকুমার নদীর পানি কমলেও ব্রহ্মপুত্র নদের পানি স্থিতিশীল থাকায় ঐসব এলাকার পানি নেমে যেতে আরও কিছুদিন সময় লাগবে।