কুড়িগ্রামে মন রঙের পাঠশালা
- আপডেট সময় : ০৭:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ নভেম্বর ২০২২
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
মন রঙের পাঠশালা। নানান রঙে, খেলায় ও নৈতিকতা শিক্ষায় কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ও চরাঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে এই স্বেচ্ছাসেবী সংগঠনটি।
এতে উৎসাহিত হচ্ছে ছোট ছোট শিক্ষার্থীরা, বাড়ছে সচেতনতা, দেখছে ভবিষ্যতের স্বপ্নও। বিদ্যালয়ে নিয়ম মাফিক লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে সংগঠনটি।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভারতের সীমান্ত ঘেঁষা কাশিয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়। মাঠ জুড়ে উৎফুল্ল শিক্ষার্থীরা। গায়ে মন রঙের পাঠশালা মনোগ্রামের হলুদ রঙের টি শার্ট।
এই মাঠে ও ক্লাসরুমে কয়েকটি গ্রুপে ভাগ করে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নানা বিষয়ে সচেতন করার কাজ চলছে হাতে কলমে। ১৭টি ইভেন্ট পরিচালনা করছেন স্বেচ্ছাসেবীরা।
সীমান্তবর্তী শিশুদের মাধ্যমে মাদক বহন বন্ধ ও চরাঞ্চলের শিশুদের ঝড়ে পড়া রোধেই এই পাঠশালার প্রতিষ্ঠার কারণ। শিক্ষার্থীদের কোমল মনে ইতিবাচক অনুভুতি জাগিয়ে তুলতে এই প্রয়াস।
রাষ্ট্রের ভবিষ্যত কর্ণধারদের ভবিষ্যতের স্বপ্নদ্রষ্টা বানাতে এমন আয়োজন কাজে আসবে বলে মত স্থানীয় শিক্ষা কর্মকর্তারা।
২০১৮ সাল থেকে সংগঠনটি নিজস্ব অর্থে পরিচালিত হয়ে আসছে। ইভেন্টের দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে একটি টি শার্ট দেয়া হয়।
জেলার ফুলবাড়ী, রৌমারী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার ২৫টি বিদ্যালয়ের প্রায় সাড়ে ৪ হাজার শিশু শিক্ষার্থী অংশ নেয়।