কুমিল্লায় অটোরিকশা চালক সুমন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত
- আপডেট সময় : ০৫:৫২:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১৭২২ বার পড়া হয়েছে
কুমিল্লায় অটোরিকশা চালক সুমন হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ সময় উভয় আসামীকে ৩০ হাজার টাকা করে অর্থদণ্ড– অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।
দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ সন্ধ্যায় অটোরিকশা চালক সুমন মিয়ার অটোরিক্সাটি ভাড়া করেন শরীফ মিয়া ও আব্দুল কাদের। এ সময় আসামীরা পরিকল্পনা অনুযায়ী পেছন থেকে চালক সুমনকে গামছা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ গোপন স্থানে ফেলে দেন। পরে নিহত সুমনের বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
……..
ঝিনাইদহ সদরের মহামায়া গ্রামে অস্ত্র মামলায় ফারুক হোসেন নামে একজনকে ১৭ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। দুপুরে সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মোঃ নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারী ঝিনাইদহ সদরের হলিধানী এলাকা থেকে ফারুক হোসেনের দেহতল্লাশী করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।