কুমিল্লায় চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ
- আপডেট সময় : ০২:৫০:১৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় চলছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। মিছিল-স্লোগানে মুখর হয়ে উঠেছে টাউনহল মাঠ। নেতাকর্মী আর সমর্থকদের যোগদানে জনস্রোতে পরিণত সমাবেশস্থল। পরিবহন ধর্মঘট না থাকায় বাধাহীন সমাবেশে লোক সমাগম কেমন হয় সেদিকেই দৃষ্টি সবার। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মঞ্চে অবস্থান নিয়েছেন কেন্দ্রীয় নেতারা। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, গুম খুন বন্ধসহ দ্রব্যমূল্যবৃদ্ধির প্রতিবাদে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা নেতাকর্মীদের।
সমাবেশস্থল কুমিল্লার টাউনহল মাঠ। পরিণত হয়েছে জনস্রোতে। বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে সেখানে অবস্থান করছেন আশপাশের জেলা-উপজেলার লাখো নেতাকর্মীরা।
আশপাশের কয়েকটি জেলায়, পরিবহন ধর্মঘট না থাকলেও পরিবহন সংকট থাকায় বৃহস্পতিবার থেকেই সমাবেশ স্থলে উপস্থিত হন নেতাকর্মীরা। খণ্ড খণ্ড মিছিলে নেতাকর্মীদের সমাবেশে যোগ দান। কানায় কানায় পূর্ণ সমাবেশ স্থল মিছিল ও স্লোগানে মুখরিত।
দলের মহাসচিব, স্থায়ী কমিটি সদস্য, জেলা-উপজেলার নেতাকর্মীরা মঞ্চ ও তার সামনে উপস্থিত রয়েছেন। মাঠে জড়ো হওয়া নেতাকর্মীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা।
সমাবেশে সফল করে সরকারের সব কৌশল প্রতিহত করার লক্ষ্যে আগামীতেও মাঠে থাকতে চান তৃণমূল নেতাকর্মীরা।
বিএনপি’র চলমান আন্দোলনের অংশ হিসেবে অষ্টম বিভাগীয় গণসমাবেশ এটি। এরপর রাজশাহী ও ঢাকায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে কর্মসূচি।