কুমিল্লায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৫০:২৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
কুমিল্লায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এছাড়া খাগড়াছড়িতে মধ্যযুগীয় কায়দায় এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, নেত্রকোনার পূর্বধলায় প্রতিপক্ষের হাতে এক বৃদ্ধ নিহত এবং সিরাজগঞ্জের এনায়েতপুরের দুই ভাইয়ের সংঘর্ষ থামাতে গিয়ে পিতার মৃত্যু হয়েছে।
কুমিল্লায় চুরির অপবাদে বাবু আলম নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নির্মাণাধীন বিল্ডিংয়ে প্রবেশের অপরাধে তাকে ব্যাপক মারধর করলে সে মারা যায়। এদিকে, বাবুর পরিবার বলছে, স্থানীয় ‘জলপরী পার্কে বিনা টিকেটে প্রবেশ করায় তাকে হত্যা করা হয়েছে।
খাগড়াছড়িতে শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে শিক্ষক আমিনুল ইসলাম। গেলো সন্ধ্যায় মধ্যযুগীয় কায়দায় ছাত্র আবিরকে মারধর করেন ওই শিক্ষক। সদর হাসপাতালে আবিরকে মৃত অবস্থায় নেয়া হয় বলে জানিয়েছেন চিকিৎসক। সুরতহালে আবিরের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন। এই ঘটনায় মামলা হলেও ঘাতক আমিনুল ইসলাম পলাতক আছে বলে জানিয়েছেন স্থানীয় ওসি।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নেত্রকোনায় দীর্ঘ দিন ধরে মোস্তাফিজ ও মিজানুরদের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। প্রতিপক্ষ অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা ও ডান হাত বিচ্ছিন্ন করে পালিয়ে যায়। ইদ্রিছ আলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়। গেলো সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখীতে পারিবারিক কলহের জের ধরে মুছা ও ছোট ভাই হারুনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে বাধে। তখন তাদের বাবা ও মা বাধা দিলে তারাও আঘাত প্রাপ্ত হন। এক পর্যায়ে ছেলে মুছার কোদালের আঘাতে ঘটনাস্থলেই আশরাফ আলী মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পিতার মরদেহ উদ্ধার ও দুই ছেলেকে আটক করে।