কুমিল্লায় ভয়াবহ বন্যায় সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি
- আপডেট সময় : ১১:৩৪:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১৬১৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষি, মৎস্য, যোগাযোগ ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সাড়ে তিন হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে ৮২ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে বহু পরিবার। ঘুড়ে দাঁড়াতে সহায়তা চেয়েছেন ক্ষতিগ্রস্তরা।
কুমিল্লায় বন্যায় ক্ষতিগ্রস্তরা এখনো সীমাহীন দুঃখ কষ্টের মধ্যে। অধিকাংশ পরিবারই বাড়ি-ঘর মেরামত করতে পারেনি। ফলে বসবাস করছেন খোলা জায়গায়। ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি–বেসরকারি সহযোগিতা চেয়েছেন বন্যা দুর্গত এলাকার মানুষ।
প্রায় ৪’শ কোটি টাকার ক্ষতি হয়েছে, তবে মৎস্য চাষীদের ঘুরে দাঁড়াতে সহযোগিতা করার কথা জানান জেলা মৎস বিভাগের এ কর্মকর্তা।
ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকের কৃষি প্রণোদনা, ক্ষুদ্র ঋণ নেয়ার সহায়তার কথা জানিয়েছেন কৃষি কর্মকর্তা।
এদিকে অগ্রাধিকার ভিত্তিতে গৃহহীনদের পূনর্বাসন করার আশ্বাস ত্রাণ ও পূণবার্সন কর্মকর্তা।
বন্যায় বাড়িঘর সব হারিয়ে পথে বসা মানুষগুলো শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে প্রত্যাশা ভুক্তভোগীদের।