কুমিল্লায় ময়ূরের খামার করে সাড়া ফেলেছেন শাহ আলী
- আপডেট সময় : ০২:৩০:২৫ অপরাহ্ন, শনিবার, ১৬ মার্চ ২০২৪
- / ১৭৫৬ বার পড়া হয়েছে
কুমিল্লার হোমনায় ব্যক্তি উদ্যোগে ময়ূরের খামার করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন মোহাম্মদ শাহ আলী। তিনি হোমনার বাবরকান্দি গ্রামের বাসিন্দা। শাহ আলী ময়ূরের খামার গড়ে এখন অর্ধকোটি টাকার মালিক। অষ্টম শ্রেণি পাশ করা শাহ আলীর একসময় স্বপ্ন ছিল ময়ূর পোষা। এ শখকে জীবিকায় পরিণত করে তিনি উঠে গেছেন শিখরে।
২০১৯ সালের ডিসেম্বর মাসে শখের বসে ১ লাখ ৬৫ হাজার টাকা দিয়ে একটি পুরুষ ও একটি মেয়ে ময়ূর কিনে পোষা শুরু করেন। পরে মেয়ে ময়ূরটি ১৮টি ডিম দেয়। ডিমে তা দিয়ে বাচ্চা ফোটায় ১২টি। বর্তমানে তার খামারে ৯০টি ময়ূর রয়েছে। যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা। এর আগে তিনি বেশ কয়েক জোড়া ময়ূর বিক্রি করে পেয়েছেন ২২ লাখ টাকা। প্রতি জোড়া বিক্রি করছেন এক লাখ ৬০ থেকে ৭০ হাজার টাকা। ময়ূর লালন-পালন বেশ কঠিন কাজ। তাই পরিবারের পক্ষ থেকে নিষেধ থাকলেও একরোখা শাহ আলী চ্যালেঞ্জ নিয়েই ময়ূর লালন-পালন করতে শুরু করেন। ময়ূর পালনে শাহ আলীর কঠোর পরিশ্রম ও মনোবলই তাকে এনে দিয়েছে এই সাফল্য।
এদিকে শাহ আলীর ময়ূরের খামার দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ময়ূর দেখে উদ্বুদ্ধ হচ্ছেন অনেকেই। জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, এটি জেলার প্রথম ময়ূরের খামার। কেউ শাহ আলীর মতো ময়ূরের খামার করতে চাইলে প্রাণিসম্পদ কার্যালয় থেকে তারা সব ধরনের সহযোগিতা দেবেন।