কুমিল্লায় ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৬:০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০২৩
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দুপুরে পুলিশ সুপার কাযালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সুপার আব্দুল মান্নান। তিনি জানান, চৌদ্দগ্রামের আনন্দপুর থেকে মোটর সাইকেল চুরির তদন্তে নামে পুলিশ। অভিযানে সাতটি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়। এসম চক্রের দুই সদস্য সাদ্দাম ও ফরহাদ কে গ্রেপ্তার করা হয়।
সাতক্ষীরায় ২৭০ টি হারানো মোবাইল ফোন ও বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৩ লাখ ৪০ হাজার ২০০ টাকা উদ্ধার করে তা প্রকৃত মালিককে ফেরত দিয়েছে জেলা পুলিশ।
যশোরের বেনাপোল চেকপোস্টের বিজিবির স্ক্যানিং রুম থেকে মানিক মিয়া নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর কাছ থেকে ৯০ হাজার মার্কিন ডলার, এক হাজার ৬১০ ভারতীয় রুপি ও ৩২ হাজার ৪৮০ বাংলাদেশি টাকা জব্দ করেছে বিজিবি। সকালে অবৈধ বিদেশি মুদ্রা বহনের অভিযোগে তাকে আটক করা হয় .এদিকে, মাগুরা সদর থানার পার নান্দুয়ালী থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সকালে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়্ এসময় বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়।