কুমিল্লার ঘটনা শুধু অন্য ধর্ম নয়, নিজ ধর্ম ও পবিত্র কোরআনেরও অবমাননা হয়েছে : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৫২৯ বার পড়া হয়েছে
কুমিল্লার ঘটনায় কেবল অন্যের ধর্মের প্রতি অসম্মানই নয়, সেই সাথে নিজের ধর্ম ও পবিত্র কোরআনকেও অবমাননা করা হয়েছে। দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে কুমিল্লা আওয়ামী লীগের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে, একথা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রদায়িকতার বিচারের দায়িত্ব কারো নিজহাতে তুলে না নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ীই সব অপরাধের বিচার হবে।
নয় তলা বিশিষ্ট সর্বাধুনিক ও দৃষ্টিনন্দন এই ভবনই, কুমিল্লা আওয়ামী লীগের নতুন কার্যালয়। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় এলাকায়, ১০ শতক জমির উপর নির্মিত এই ভবনের এক ছাদের নিচেই করা হয়েছে, মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ দলের অন্যান্য সহযোগি সংগঠনের অফিস। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন, দলের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে উদ্বোধনী বক্তব্যে, কুমিল্লায় মন্দিরে হামলা প্রসঙ্গে সরকার প্রধান বলেন, কোন ধর্মকে হেয় করার অধিকার কারো নেই।
প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের অবৈধভাবে ক্ষমতা দখলের পর, দেশের শৃঙ্খলা নষ্ট শুরু হয়। তবে এমনটা যাতে ভবিষ্যতে না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন, তিনি।
এর আগে সকালে, ভার্চুয়াল মাধ্যমে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন, প্রধানমন্ত্রী। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই পরিকল্পিতভাবে এগিয়ে চলছে, উন্নয়নের মর্যাদাও পেয়েছে, বাংলাদেশ।
রাজধানীর পূর্বাচলে ২০ এক জমির উপর নির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাক্সিবিশন সেন্টারই এখন থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার স্থায়ী ঠিকানা। প্রায় সাড়ে ১৫ হাজার বর্গমিটার আয়তনের এই অ্যাক্সিবিশন হলে ১০ বর্গমিটারের ৮ শতাধিক বুথ ছাড়াও রয়েছে, ৪শ ৭৩ আসন বিশিষ্ট মাল্টিফাংশনাল হল, আছে সুবিশাল কনফারেন্স রুম, ক্যাফেটেরিয়া, মেডিকেল সেন্টারসহ অন্যান্য সুযোগ-সুবিধাও।