কুমিল্লার দাউদকান্দিতে এক পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুমিল্লার দাউদকান্দিতে মোহাম্মদ জাহাঙ্গীর আলম নামে এক উপ-পরিদর্শকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গেলরাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জাহাঙ্গীর আলমের বাড়ি শেরপুরে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল হক জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের দাউদকান্দি টোলপ্লাজায় যানজট নিরসন ও নিরাপত্তার দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর আলম। রাতে টোলপ্লাজার অদূরে কুমিল্লামুখী লেনের রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিনি। দ্রুত উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাস্তা পারাপারের সময় কোনও গাড়ি তাকে চাপা দিয়ে চলে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।