কুমিল্লার নানুয়াদিঘীতে মন্ডপ ভাংচুরের ঘটনায় সিটি মেয়রের পিএসকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২১:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কুমিল্লার নানুয়াদিঘীতে মন্ডপ ভাংচুরের ঘটনায় সন্দেহভাজন সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস মইনুদ্দিন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।
গেল ১৩ অক্টোবর নানুয়াদিঘী এলাকায় পূজা মন্ডপে কোরআন উদ্ধারের পর সৃষ্ট উত্তেজনার সময় বেশ তৎপর ছিল বাবু। দুপুরে তাকে কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মন্দিরে ভাংচুর-সহিংসতার দুটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে।এছাড়াও কুমিল্লা মহানগর যুবদল নেতা রোমান হাসান ও রবিউল ইসলাম নামে আরো দুই জনকেও গ্রেফতার করেছে পুলিশ। উস্কানিদাতাদের ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করা হচ্ছে বলে জানায় পুলিশ।