কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
- আপডেট সময় : ০২:৪৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলা পরিষদের উপ নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছে চেয়ারম্যান প্রার্থীরা। সীমান্ত জেলার গুরুত্বপূর্ন এ উপজেলা নির্বাচনে প্রার্থী পাঁচ জন থাকলেও, মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা আর আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। পারস্পরিক অভিযোগের পাশাপাশি নিজের জয়ের ব্যপারে আশার কথা জানান, তারা। তবে, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে চান সাধারণ মানুষ।
১০ ডিসেম্বর কুমিল্লার ব্রাম্মনপাড়া উপজেলার উপ-নির্বাচনকে ঘিরে এখন পুরোদমে চলছে নির্বাচনী প্রচারণা। উন্নয়নের স্বার্থে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যোগ্য প্রার্থীকে ভোট দিতে চান সাধারন মানুষ।
স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে নেতা-কর্মীদের উপর হামলা, গাড়ি ও অফিস ভাঙ্গচুর করেছে, নৌকা প্রতীকের প্রার্থী। তবে, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেয়ার কথাও জানান তিনি।
নিজের প্রতি জনগনের স্বত:স্ফূর্ত সমর্থন রয়েছে বলে দাবি করেন নৌকা প্রতীকের প্রার্থী। জয়ের ব্যপারেও আশাবাদী তিনি।
প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলার ভোটার সংখ্যা এক লাখ ৬০হাজার।