কুমিল্লায় অক্সিজেন নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৪:৪৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
করোনা সংকটে স্বাসকষ্টের রোগীদের জন্য সবচেয়ে বেশী প্রয়োজন হচ্ছে অক্সিজেনের। করোনা ভাইরাসের হটস্পট হিসেবে পরিচিত কুমিল্লায় অক্সিজেন নিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। মহামারীর এই সময়ে জীবন বাঁচাতে মানুষ চড়া দামে অক্সিজেন সিলিন্ডার কিনতে ও রিফিল করতে বাধ্য হচ্ছে বলে জানিয়েছেন তারা। তবে জেলা স্বাস্থ্য বিভাগ বলছে এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় হাসপাতাল গুলোতে খালি নেই শয্যা। ফলে স্বাসকষ্ট দেখা দিলে বাধ্য হয়ে রোগীকে বাড়িতে রেখেই দিতে হচ্ছে অক্সিজেন সেবা। স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ দামে অক্সিজেন সিলিন্ডার কিনতে ও রিফিল করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সাধারণ মানুষ। তবে ব্যবসায়ীরা বলছেন, অতিরিক্ত চাহিদার কারণে ঢাকা থেকে সিলিন্ডার রিফিল হয়ে আসতে দেরি হওয়ায় সার্ভিস দিতে কিছুটা বিলম্ব হচ্ছে।
জেলা স্বাস্থ্য বিভাগ বলছে, চিকিৎসকের পরামর্শ ছাড়া বাড়িতে অক্সিজেন সিলিন্ডারের ব্যবহার মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। এসব বিষয়ে সচেতন হতে হবে সাধারণ মানুষকে। বাজারে অক্সিজেনের কোয়ালিটি ও দামের বিষয়ে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।
সংকটময় এই পরিস্থিতিতে অক্সিজেনের বিড়ম্বনা দূর করতে কর্তৃপক্ষের নজরদারী প্রত্যাশা করছেন ভূক্তভোগীরা।