কুমিল্লায় আ’লীগ ও এলডিপির সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:১২ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৫৭৬ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনায় আওয়ামী লীগ ও এলডিপির পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে দু’জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় এলডিপি’র মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে আটক করেছে পুলিশ।
চান্দিনা পৌর ছাত্রলীগ নেতা জনি সরকার ও নাজমুল গুলিবিদ্ধ হয়েছেন। দুপুরে ড. রেদোয়ান আহমেদ ডিগ্রি কলেজের কাছে এ ঘটনা ঘটে। এলডিপি’র সমাবেশ স্থলের পাশে চান্দিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা শ্লোগান দিতে থাকে। এ সময় গাড়িতে থাকা এলডিপি মহাসচিব রেদোয়ান আহমেদ গাড়ির জানালা দিয়ে গুলি ছুঁড়লে দু’জন গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই রেদোয়ানকে পিস্তলসহ হেফাজতে নেয় চান্দিনা থানা পুলিশ। এদিকে, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিচারের দাবি জানিয়ে থানার সামনে বিক্ষোভ করে।