কুমিল্লায় কাউন্সিলরসহ জোড়া খুনের ঘটনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও একজন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৬ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের ঘটনায় দুটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কাউন্সিলর সোহেল হত্যাকান্ডের প্রধান আসামী শাহ আলম ঘটনার পরদিন নাঙ্গলকোট গান্দাচি গ্রামে শাখাওয়াত হোসেন জুয়েলের বাড়িতে রাতে আশ্রয় নেন। এ সময় আলম অস্ত্রগুলো জুয়েলের কাছে রেখে যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল চন্দ্র দাস বাদী হয়ে নাঙ্গলকোট থানায় অস্ত্র মামলা দায়ের করেছে। গ্রেফতার হওয়া আসামী শাখাওয়াত হোসেন জুয়েলের বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার গান্দাচি গ্রামে। গেলরাতে তাকে আটক করা হয়। এ সময় আসামীর কাছে থাকা একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার, দুটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।