কুমিল্লায় কাউন্সিলর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে সেবামুলক কাজ বন্ধের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৯:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করা না হলে সিটি কর্পোরেশনের সব সেবামুলক কাজ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র মনিরুল হক সাক্কু। কুমিল্লা প্রেসক্লাব চত্বরে আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেনি তিনি। গুলিতে নিহতদের স্বজনদের সান্ত্বনা দেয়ার সময় সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত আসামীদের গ্রেফতারের দাবি জানান স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন। এদিকে, এই মামলার আরেক আসামী মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।
কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা খুনের ঘটনার সিসিটিভি ফুটেজ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। এই ভিডিও ফুটেজে দেখা যায়, কালো মুখোশ পড়ে অনবরত গুলি করে আতঙ্ক সৃষ্টি করছে দু’জন অস্ত্রধারী সন্ত্রাসী।
হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে সিটি মেয়র মনিরুল হক সাক্কুর নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় সহকর্মী হত্যার বিচার চান কাউন্সিলররা।
মূল পরিকল্পনাকারীসহ সব আসামীদের গ্রেফতারের দাবি জানান সিটি মেয়র মনিরুল হক সাক্কু। অন্যথায় কঠোর পদক্ষেপ নেয়ার হুমকি দেন তিনি।
নিহত কাউন্সিলর সোহেল ও হরিপদ সাহার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দেন স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের দাবি জানান তিনি।
গেল সোমবার প্রকাশ্যে দিবালোকে জোড়া খুনের এ ঘটনা ঘটে।