কুমিল্লায় কাউন্সিলসহ জোড়া খুনে জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৬:১৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১
- / ১৬০৯ বার পড়া হয়েছে
কুমিল্লায় কাউন্সিলসহ জোড়া খুনে জড়িত সন্দেহে সুমন নামের একজনকে গ্রেফতার করেছে রেব। কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে গ্রেফতার করা হয়। রাতে ২১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এর মধ্যে ১১ জনের নাম মামলায় উল্লেখ আছে।
নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। সন্ত্রাসীরা বহু মামলার আসামী। এর আগে মঙ্গলবার বিকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি আগ্নেয়াস্ত্র, ১২ রাউন্ড গুলি ও মুখোশ উদ্ধার করেছে পুলিশ। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন তারা। সোমবার বিকেলে নিজ কার্যালয়ে ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামী লীগ নেতা হরিপদ সাহাকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও ৪জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।