কুমিল্লায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অনলাইনে শিক্ষা কার্যক্রম
- আপডেট সময় : ০৪:৫২:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
সারাদেশের মত করোনাকালীন সময়ে বন্ধ কুমিল্লার সব শিক্ষা প্রতিষ্ঠান। টানা বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে জেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অনলাইনে শিক্ষা কার্যক্রম। তবে এ কার্যক্রমকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষার্থীদের সাথে সংযোগ রাখতেই এ কার্যক্রম পরিচালনার কথা জানান শিক্ষকরা। বিস্তারিত জানাচ্ছেন কুমিল্লা প্রতিনিধি আবু মুছা।
করোনা সংক্রমনের দীর্ঘ বন্ধে শিক্ষার্থীদের সিলেবাস এগিয়ে নিতে বিটিভির-সংসদ টেলিভিশনে চলছে বিভিন্ন শ্রেনীর শিক্ষা কার্যক্রম। টেলিভিশনকে অনুসরন করার পাশাপশি কুমিল্লা কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে অনলাইনে ক্লাশ কার্যক্রম।
অনলাইনে পাঠদান সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া।
শিক্ষার্থীরা যেন স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংযোগ না হারায় সেজন্য এসব অনলাইন ক্লাস গুরুত্ববহন করছে বলে জানান শিক্ষাবিদরা।
সংসদ টিভি ও অনলাইনের পাঠদান শিক্ষার্থীদের সহায়ক বলে মনে করেন, কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান।
করোনায় বন্ধ থাকার সময় ঝুঁকি এড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ চালুর দাবি কুমিল্লার সাধারন শিক্ষার্থীদের।