কুমিল্লায় তিনজনসহ চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ জনের মৃত্যু
- আপডেট সময় : ১২:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় তিনজনসহ চুয়াডাঙ্গা, সাতক্ষীরা ও ঝিনাইদহে ৬ জনের মৃত্যু হয়েছে।
কুমিল্লায় করোনা উপসর্গ নিয়ে সকালে তিনজনের মৃত্যু হয়েছে ।এদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। মৃতরা হলেন, চিনু রানী ও ফখরুল ইসলাম কুমিল্লার বাসিন্দা আর তাহের আহমেদ নোয়াখালী জেলার সদর উপজেলার বাসিন্দা। এদের মধ্যে জ্বর, সর্দি, কাশিসহ করোনা উপসর্গ নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে দু’জন এবং আইসোলেশনে একজন চিকিৎসাধীন ছিলেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তি মারা গেছেন। মঙ্গলবার রাতে হাসপাতালের হলুদজোনে আইসোলেশন ওয়ার্ডে মারা যান তিনি।
করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ে আরো একজনের মৃত্যু হয়েছে। সকালে মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান।
এদিকে, ঝিনাইদহে করোনায় উপসর্গ নিয়ে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।মৃত ব্যবসায়ী পৌর এলাকার আরাপপুর পশ্চিমপাড়ার আবেদ আলীর ছেলে ও শহরের নবীন ক্লথ ষ্টোরের স্বত্ত্বাধিকারী। তিনি কয়েক দিন ধরে জ্বর,সর্দি ও শ্বাসকষ্টে ভুগছিলেন।