কুমিল্লায় নির্মাণ হচ্ছে শেখ কামাল ক্রীড়া পল্লী
- আপডেট সময় : ০২:০৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৯২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর বড় ছেলের নামে কুমিল্লায় এবার নির্মাণ হচ্ছে “শেখ কামাল ক্রীড়া পল্লী”। মাদক থেকে দূরে রেখে যুবসমাজকে খেলাধূলায় আগ্রহী করতে, এ উদ্যোগ নেয়া হযেছে বলে জানান, সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
একটি মাত্র স্টেডিয়াম ছাড়া বড় কোনো খেলার মাঠ নেই কুমিল্লায়। দীর্ঘ সময় ধরে অনুশীলন ও খেলাধূলা থেকে বঞ্চিত ১৭ উপজেলার বৃহত্তর এ জেলার ক্রীড়ামোদীরা। এবার শহরতলীর টিক্কারচরের কাছে শুভপুর এলাকায় গোমতী নদীর পাড়ে ১০ একর জমির উপর নির্মিত হচ্ছে “শেখ কামাল ক্রীড়া পল্লী”। এখানে খেলার মাঠের পাশাপাশি থাকছে স্পোর্টস একাডেমি। মেয়েদের জন্যও থাকছে খেলাধূলার ব্যবস্থা।
খেলোয়াড়দের জন্য আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষনের ব্যবস্থা থাকবে। এছাড়া তৃনমূল থেকে খেলোয়াড় সংগ্রহ করে প্রশিক্ষনের মাধ্যমে জাতীয় মানে উন্নীত করা হবে।যুবসমাজকে খেলাধূলায় আগ্রহী করে মাদকমুক্ত সমাজ গঠনে এ ক্রীড়া পল্লী গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আশা করেন মূল উদ্যেক্তা।
স্পোর্টস একাডেমি, ক্রিকেট, ফুটবল ও হকি মাঠের পাশাপাশি এখানে থাকছে বুদ্ধিপ্রতিবন্ধী শিশুদের জন্য আলাদা একটি খেলার মাঠ।