কুমিল্লায় রেললাইনের পাশ থেকে আওয়ামী লীগের এক সমর্থকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০১:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৩ বার পড়া হয়েছে
কুমিল্লায় রেললাইনের পাশ থেকে আওয়ামী লীগের এক সমর্থকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চৌদ্দগ্রামে ইউপি নির্বাচনী সহিংসতায় তাকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে স্বজনরা।
গতকাল রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের দশবাহা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফরহাদ হোসেন দশবাহা গ্রামের কবির আহমেদের ছেলে। স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ফরহাদ আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক ছিলেন। এরই সূত্র ধরে দলের বিদ্রোহী আনারস প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল ও তার নেতাকর্মী সমর্থকদের মধ্যে ফরহাদের বিরোধ সৃষ্টি হয়। সোমবার রাতে বাড়ির অদূরে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তদের আঘাতে গুরুতর আহত হন ফরহাদ। ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। চৌদ্দগ্রাম থানার ওসি জানান, ঘটনা শুনেছি। তবে রেললাইনের পাশে তাকে আহতাবস্থায় পাওয়া গেছে। সে কি ট্রেনে কাটা পড়ে মারা গেছে, নাকি কেউ তাকে কুপিয়ে আহত করেছে তা তদন্তের বিষয়। তদন্তের পরেই এ ব্যাপারে বিস্তারিত বলা যাবে।