কুমিল্লায় শাহাদাত হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ জন গ্রেপ্তার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫২৪ বার পড়া হয়েছে
কুমিল্লায় শিশুপার্কের কাছে এক স্কুলের সামনে শাহাদাত হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের লিডারসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে রেব।
সংবাদ সম্মেলনে রেবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং ঈগল গ্রুপ ও রতন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। তাদের দ্বন্দ্বের কারণে গেল শুক্রবার বিকেল ৫টায় ঈগল গ্রুপের সদস্য শাহাদাতকে একা পেয়ে ধাওয়া করে রতন গ্রুপ। পরে তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেপ্তারের পর তারা, সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।