কুমিল্লা ও নেত্রকোনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ
- আপডেট সময় : ০৬:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোটে ও নেত্রকোনার মদনে বিএনপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত অন্তত ৩০ জন। এর মধ্যে কুমিল্লায় ৬ পুলিশ কর্মী আহত হন।
জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি আয়োজিত কর্মসূচিতে হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় পুলিশের গাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। নাঙ্গলকোটে বিএনপি-আওয়ামী লীগ পাল্টাপাল্টি সভা ডাকে। দুই দলের বিক্ষুব্ধ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ছোঁড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ । হামলার ঘটনায় পণ্ড হয়ে যায় বিএনপিরসমাবেশ।
নেত্রকোণায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১৭ জন আহত হয়েছেন। পুলিশ জানান, বিক্ষোভ মিছিলে অংশ নিতে চানগাও ইউনিয়নের শাহপুর ঈদগাহ মাঠে জড়ো হন। এসময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও একই স্থানে জড়ো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করলে সংঘর্ষ বাঁধে।এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।