কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীকে নির্যাতনের ঘটনায় ৩ কারারক্ষীকে বরখাস্ত
- আপডেট সময় : ০১:৪১:১৩ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
- / ১৫৪০ বার পড়া হয়েছে
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে শাহজাহান বিলাস নামের এক বন্দীকে নির্যাতনের ঘটনায় ৩ কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি তদন্তে কারা অধিদফতরের নির্দেশে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামি ৭ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ভারতীয় নাগরিক শাহজাহান বিলাস বাংলাদেশে ডাকাতি ও হত্যাসহ ৫টি মামলায় ৫৮ বছরের সাজাপ্রাপ্ত আসামী। গেল ২৬ বছর ধরে সাজা ভোগ করছেন। কুমিল্লা কারাগারে বন্দি এই আসামির কাছ থেকে সম্প্রতি উদ্ধার করা হয়েছে ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য।
ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া বিলাস নামের ওই বন্দীকে নির্যাতন করা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার বলেন, ওই বন্দীর কাছ থেকে ইয়াবাসহ মাদক পাওয়া যায়। এ বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে উচ্ছৃঙ্খল আচরণ করছিল, তাকে নিবৃত করতে কারাবিধি অনুযায়ী লঘু শাস্তি দেওয়া হয়েছিল।
কুমিল্লা কারাগারে মাদক সরবরাহে সক্রিয় ছিল একটি চক্র। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিভিন্ন সময়ে কারারক্ষি ও বন্ধিদের বিরুদ্ধে নেয়া হয়েছে শাস্তিমূলক ব্যবস্থা। ক্ষোভ থেকে কেউ কারা প্রশাসনকে বিব্রত করতেই এই ভিডিওটি ভাইরাল করে থাকতে পারে বলে জানিয়েছেন জেলার।
ভিডিও ভাইরালের সাথে সম্পৃক্ত দু’জন কারারক্ষীর গোপন কথোপকথনের একটি অডিও আসে এসএ টিভির হাতে। অডিও রেকর্ডে শুনা যায় তারা একে অপরকে বলছেন কারাগারের সুরক্ষিত সার্ভার রুম থেকে কিভাবে সিসিটিভি ফুটেজ বের করতে হবে। কারা অভ্যন্তরের সংরক্ষিত ওই সিসিটিভি ফুটেজ ভাইরাল করার অভিযোগে তিনজনকেই সাময়িক বরখাস্ত করেছে কারা প্রশাসন।
ভিডিও ভাইরাল হওয়া ঘটনা তদন্তে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।