কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের ফোর লেনে উন্নীতকরনের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে
- আপডেট সময় : ০৫:১৫:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
দেশের দক্ষিণাঞ্চলের চলাচলের গতি আনতে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের ফোর লেনে উন্নীতকরনের কাজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। কুমিল্লা থেকে নোয়াখালী ৫৯ কিলোমিটার সড়কের ৪৫ কিলোমিটার তদারকি করছে কুমিল্লা সড়ক বিভাগ। চলতি বছরের জুন মাসে সড়কের কাজ শেষ হওয়ার কথা থাকলেও, এখন পর্যন্ত মাত্র ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। সড়কের কাজ শেষ না হওয়ায় সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। আসন্ন ঈদ কে কেন্দ্র করে মানুষের দূর্ভোগ কমাতে সড়ক বিভাগের নজরদারি চেয়েছেন সাধারন মানুষ।
দূর্ভোগের অপর নাম কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক। বর্তমান দু’লেনের সড়কের কিছু-কিছু জায়গায় গর্তে পরে বিকল হচ্ছে যানবাহন। ভাঙ্গা সড়কের গাড়ি উল্টে মাঝে-মাঝে সৃষ্টি হয় যানজট। এমন পরিস্থিতির সব’চে ভয়ংকর অবস্থা বাগমারা ও লাকসাম বাজার এলাকায়। সড়ক বিভাগের নজরদারির অভাবে ধীর গতিতে কাজ চলার কারণে এমন দূর্ভোগ বলে অভিযোগ পথচারিদের।
এখন পর্যন্ত ৫৫ ভাগ কাজ শেষ হয়েছে। সড়কের কিছু অংশে সমস্যা রয়েছে, বিষয়টি স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দিলেন সড়ক বিভাগের এই কর্মকর্তা।
এই সড়ক দিয়ে চলাচলকারী কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুরসহ কয়েকটি জেলার মানুষের দীর্ঘদিনের দূর্ভোগ কমাতে সরকারের বিশেষ নজরদারি চেয়েছেন ভুক্তভোগী মানুষ।