কুমিল্লা সিটি উপ-নির্বাচনে ভোটকেন্দ্রে ছাত্রলীগের গোলাগুলি
- আপডেট সময় : ০২:৩২:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
- / ১৬০৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি উপ-নির্বাচনে নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের এক ভোটকেন্দ্রের পাশে গোলাগুলির ঘটনা ঘটেছে। মুন্সি এম আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশেই ঘোড়া প্রতীক সমর্থিত জহিরুল আহমেদ ও তুহিন নামে দু’জনকে ছাত্রলীগের এক নেতা গুলি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুলিবিদ্ধদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজে নেয়া হয়েছে।
এদিকে..ময়মনসিংহ সিটি নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির অভিযোগ তুলেছেন একাধিক মেয়র প্রার্থী। প্রতিটি ভোটকক্ষে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাদের সামনে ভ্যাসলিনের ও টিস্যুর বাক্স রাখা হয়েছে। আঙুলের ছাপ মেলাতে ভোটারের আঙুলে ভ্যাসলিন ঘষছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। অনেক সময় ঘষাঘষির পরও অনেক ভোটার, বিশেষ করে প্রবীণ ও নারীদের আঙুলের ছাপ মিলছে না।
কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদের উপনির্বাচনে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে আসতে বাধা দেয়ার অভিযোগ উঠেছে। সেই সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়ার অভিযোগ করেছেন প্রার্থীরা। সকালে ভোটগ্রহণ শুরুর পর এমন অভিযোগ করেন প্রার্থীরা।