কুমিল্লা সিটি করপোরেশনসহ দেড় শতাধিক স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনসহ দেড় শতাধিক স্থানীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে।বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
প্রধান নির্বাচন কমিশনারৱ কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন বর্তমান ইসির অধীনে এটিই প্রথম নির্বাচন। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়ার পরই সিইসিসহ অন্য কমিশনাররা বারবার বলছেন, আগের চেয়ে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবেন। তাই সবার আগ্রহে পরিণত হয়েছে আজকের নির্বাচন। নির্বাচনের সব কেন্দ্রেই বসানো হয়েছে সিসি ক্যামেরা। নিয়োজিত রয়েছে রেকর্ড সংখ্যক ম্যাজিস্ট্রেট। এছাড়া পুলিশ, আনসার ও ভিডিপি, রেব, বিজিবির মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স রয়েছে ভোটের মাঠে। সিইসি বলেছেন, নির্বাচনে সহিংসতা হলে সংশ্লিষ্ট কেন্দ্র বা পুরো নির্বাচন বাতিল করে দেয়া হবে।