কুমিল্লা সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পক্ষে পাল্টা সংবাদ সম্মেলন
- আপডেট সময় : ০৫:২৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে নানা অভিযোগ আনার একদিন পরই পাল্টা সংবাদ সম্মেলন করেছে মেয়র অনুসারী বিএনপি দলীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ৫ পৃষ্ঠার লিখিত বক্তব্যে ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল হক ভূঁইয়া স্বপন জানান, ভিডিওটি সুপার এডিটিং করা হয়েছে। বিএনপি’র রাজনীতিতে মেয়র সাক্কুর রাজনৈতিক জীবনে বিভিন্ন ত্যাগ ও অবদানের ফিরিস্তি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ জানানো হয়, ১/১১ এর কথিত সংস্কারবাদী এবং কিছু হাইব্রিড চাঁদাবাজ সন্ত্রাসী একত্রিত হয়ে মেয়র সাক্কুর দল গোছানো বাধাগ্রস্ত করা হচ্ছে। মেয়র সাক্কুকে জড়িয়ে যে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক অভিযোগের তীব্র নিন্দা ও ক্ষোভ জানানো হয়। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কটাক্ষ ও উপহাস করে অসৌজন্যমূলক বক্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রচারণাসহ নানান অভিযোগ আনা হয় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুর বিরুদ্ধে।