কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাডারদের হামলা

- আপডেট সময় : ১১:১৫:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ১৭০৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার কুমারখালীতে নৌকায় ভোট দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর ক্যাডারদের হামলায় গুলিবিদ্ধ জিয়ার হোসেন মারা গেছেন। গেলো রাতে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হামলায় আহত হয়ে চিকিৎসাধীন নিহতের ভাই আলতাফ হোসেন। তাঁরা কুমারখালী কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায়
এলাকায় আবারো উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাত ১০টার পরে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নৌকা সমর্থকরা ট্রাক প্রতিকের কয়েকজন সমর্থকের বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট করছে বলে জানান স্থানীয়রা। নিহতের ছোট ভাই ইয়ারুল জানান, নৌকা প্রতীকের পক্ষে ভোট দেওয়ার অপরাধে ১২ জানুয়ারী
সাবেক মেম্বর খালেক, তার তিন ছেলেসহ তাদের সন্ত্রাসী বাহিনী তার দুই ভাইকে গুলি করে। এরমধ্যে জিয়ার রাতে মারা যায়। কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম জানান, মৃত্যুর খবর শুনেছেন। হামলার ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।