কুষ্টিয়ার ভেড়ামারায় জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ৪০৮১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারায় এক জাসদ ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গতরাতে মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ–সম্পাদক। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। রাজশাহী নেওয়ার পথে তুষারের মৃত্যু হয়।
বগুড়ায় তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে৷কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি তদন্ত করা হচ্ছে।