কুষ্টিয়ার দৌলতপুরে এক কৃষকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন

- আপডেট সময় : ০৫:৪২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আব্দুল খান নামে এক কৃষক হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক তাজুল ইসলাম এ রায় দেন। আদালত সূত্র জানায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৪ সালের ১৯ জুন রাতে আসামিরা সংঘবদ্ধ হয়ে কৃষক আবদুল হকের দৌলতপুরের বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করে।
সিরাজগঞ্জ সদরে রিফাত হোসেন নামে ৭ বছর বয়সী নাতীকে হত্যার দায়ে সৎ দাদী কুলসুম খাতুন রত্নাকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দন্ডিত করা হয়েছে। সকালে আসামীর উপস্থিতিতে এ রায় দেয়া হয়।