কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বারদাগ এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় মুস্তাফিজ ও সিয়াম। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেল চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিয়াম ষষ্ঠ শ্রেণী ও মুস্তাফিজ পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল। তারা সম্পর্কে খালাতো ভাই। তাদের এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ভেড়ামারা থানার ওসি মোহাম্মদ শাহজালাল ঘটনাটি নিশ্চিত করেছেন।