কুষ্টিয়ায় গুলি করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার ভেড়ামারার চাঁদগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিককে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। এঘটনায় গুলিবিদ্ধ হয়েছে আরো ৩জন।
সকালে চাঁদগ্রাম ইউনিয়রে চড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, চাদঁগ্রাম ইউনিয়নের চড়পাড়ায় মাঠে কাজ করছিল সিদ্দিক। এসময় হঠাৎ করে দুর্বৃত্তরা সিদ্দিকসহ ৪জনকে এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা গুলিবিদ্ধদের উদ্ধার করে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক সিদ্দিককে মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে পুর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে জানান তিনি।