কুষ্টিয়ায় নিবন্ধন পরীক্ষা না দিয়ে অন্যের সনদে চাকরি করছেন স্কুলশিক্ষক
- আপডেট সময় : ০১:৫২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নিবন্ধন পরীক্ষা না দিয়ে অন্যের সনদে নিজের নাম বসিয়ে আট বছর ধরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে চাকরি করছে এক শিক্ষক। অভিযোগ প্রমাণিত হওয়ার এক মাস পরও কোনো ব্যবস্থা নেয়নি জেলা শিক্ষা অফিস ও বিদ্যালয় কর্তৃপক্ষ।শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে অভিজ্ঞ মহল।
১০ বছর আগে শিক্ষিকা নার্গিস পারভিনের সনদে দৌলতপুর ছাতারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শাখার সহকারি শিক্ষক হাসেম আলী নিজের নাম বসিয়ে নিবন্ধনভুক্ত হন। গত আট বছর ধরে বেতন-ভাতা ভোগ করছেন তিনি। এক মাস আগে এনটিআরসির পরিচালক তাজুল ইসলাম এক চিঠিতে সনদটি জাল উল্লেখ্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন। এ ব্যাপারে তিন সদস্যের কমিটি গঠন করে দিয়েছেন বলে জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্কুল থেকে অনেকবার ডাকা হলেও তিনি আসেননি বলে জানান, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি। শিক্ষার্থীদের ভুল পড়াতেন বলেও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মুঠোফোনে অভিযুক্ত হাসেম দাবি করেন, এ তদন্ত ভুল। আর, তার স্ত্রী জানান, সে রাজনীতির শিকার। জেলা শিক্ষা অফিসার জায়েদুর রহমান মুঠোফোনে জানান, এ বিষয়ে প্রধান শিক্ষককে দায়িত্ব দেয়া হয়েছে। শিক্ষা ব্যবস্থা দুর্নীতিমুক্ত রাখার স্বার্থে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে অভিজ্ঞ মহল।