কুষ্টিয়ায় পেয়াঁজের বাজার নিয়ন্ত্রণে শহরের পৌর বাজারে অভিযান চালিয়েছে জেলা পুলিশ
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০১৯
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকানোর অভিযোগে, কুষ্টিয়ায় পেয়াঁজের বাজার নিয়ন্ত্রণে শহরের পৌর বাজারে অভিযান চালিয়েছে জেলা পুলিশ।
সকালে, পুলিশি অভিযান শুরুর আগেই অধিকাংশ পেঁয়াজের ব্যবসায়ী তাদের কাছে থাকা পেঁয়াজ সরিয়ে ফেলেন।এসময় কয়েকজন ভোক্তা পুলিশের কাছে পেঁয়াজের বিভিন্ন রকম দাম হাঁকানোর অভিযোগ করেন। কেউ কেউ ২১০ টাকা থেকে ২২০ টাকা দরে পেঁয়াজ কেনার কথা জানান। পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত ব্যবসায়ীদের সাথে কথা বলেন। পেঁয়াজ ব্যবসায়ীদের কেজি প্রতি ২০০ টাকার মধ্যে বিক্রি করার তাগিদ দেন। অভিযান শুরু হলেই পৌর বাজারে পেঁয়াজের কেজি প্রতি দাম ২০ থেকে ৪০ টাকা কমে আসে। পুলিশের এ অভিযান জেলার বিভিন্ন উপজেলায় পরিচালনা করা হবে। ইচ্ছেমতো পেঁয়াজের দাম হাঁকালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশ সুপার।