কুষ্টিয়ায় মসলা মিল সিলগালা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কাঠের গুড়া ও কাপড়ের রং দিয়ে মরিচ, হলুদ ও ধনিয়া গুড়া তৈরীর অভিযোগে কুষ্টিয়ার বড়বাজারে একটি মসলা মিল সিলগালা করে দিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্ব এই অভিযান পরিচালনা করা হয়। ধানের তুষ, কাঠের গুড়া ও কাপড়ে ব্যবহৃত রং দিয়ে বিভিন্ন ধরনের মসলা তৈরীর অভিযোগের সত্যতাও পেয়েছে জেলা প্রশাসনের আভিযানিক দল। মিলটির মালিক মোশাররফ হোসেনের ছেলে মোঃ রাশেদ ভেজাল মসলা তৈরীর বিষয়টি স্বীকার করেছে। এদিকে, মিলটির মালিক রাশেদকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।