কুষ্টিয়ায় শিশু ধর্ষন মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০২:১৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
কুষ্টিয়া দৌলতপুর থানার শিশু ধর্ষন মামলায় জনি নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডসহ ১ লাখ টাকা জরিমানা আদেশ দিয়েছেন আদালত।
সকালে কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম জনাকীর্ন আদালতে দণ্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১২ মার্চ বিকেলে দৌলপুর উপজেলার ফিলিফনগর গ্রামের মাঠে গোলাবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীতে পড়ুয়া তিন শিশু ঘাস কাটছিলো। এসময় আসামী জনি একটি শিশু কন্যাকে ফুসলিয়ে তামাক ক্ষেতের মধ্যে ডেকে নিয়ে গিয়ে জোর পূর্বক শিশুটি ধর্ষণ করে।
এদিকে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে নববধূ শিউলি আক্তারকে গলাকেটে হত্যা মামলার স্বামী শামীমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সকালে আসামীর উপস্থিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মশিয়ার রহমান এ রায় ঘোষনা করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২৩ আগস্ট শিউলির সঙ্গে বিয়ে হয় শামীমের। পারিবারিক কলহের জেরে বিয়ের ৭দিনে ৩১আগস্ট রাতে শিউলিকে গলাকেটে হত্যা করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে হতয়া মামলা করে।
এদিকে, সোনারগাঁ য়ে প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় দায়েরকৃত মামলায় সোহাগ আলী নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াছমিন এ রায় দেয়।