কুষ্টিয়ায় শীতের শুরুতে বেড়েছে রোগী, সময়মত পাওয়া যাচ্ছে না চিকিৎসক
- আপডেট সময় : ০৬:৩৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
শীতের শুরুতেই কুষ্টিয়ায় ঠান্ডাজনিত রোগ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে হাসপাতালে চিকিৎসা নিয়েছে কয়েকশ’ রোগী। এখনও ভর্তি আরও ১শ’রও বেশি। আবাসন নেই, সময়মত চিকিৎসক পাওয়া যায় না, ডাকলে আসে না নার্সরা। নেই স্যানিটেশন ব্যবস্থা। এমন নানা অভিযোগ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিশু রোগীর অভিভাবকরা।
মৌমিতা বয়স মাত্র সাড়ে ৩ বছর। গত চারদিন আগে জ্বর-সর্দি-কাশিসহ ঠান্ডাজনিত শ্বাসকষ্ট নিয়ে কুষ্টিয়া হাসপাতালে শিশু ওয়ার্ডে ভর্তি আছে। শ্বাস নিতে তাকে দেয়া হচ্ছে গ্যাস। তার মত গেল এক সপ্তাহে এখানে শ্বাসকষ্ট ও ডাইরিয়ায় আক্রান্ত হয়ে দুই হাজার শিশু রোগী চিকিৎসা নিয়েছে। এখনও ভর্তি আছে ২শ’র অধিক।
শীতের শুরুতে এবং শেষে এমন ব্রংকাইটিস বা ঠান্ডাজনিত রোগ দেখা দেয় শিশু রোগীদের। সাধ্য অনুযায়ী চিকিৎসা দেয়া হচ্ছে।
শুধু কুষ্টিয়া নয়, সারাদেশব্যাপী শিশুদের এ রোগ দেখা দেয় এ সময়। সর্বচ্চ চেষ্টা করা হচ্ছে শতভাগ সেবা প্রদানের জন্য। জানালেন হাসপাতালের উপ-পরিচালক।
দ্রুত সরকারী হাসপাতালে শিশুদের চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরী বলে মনে করেন এখানকার সচেতন মহল।