কুষ্টিয়ায় স্বামীকে গলা কেটে খুন করে পালিয়েছে স্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ অক্টোবর ২০২২
- / ১৬১৭ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার আড়য়াপাড়ায় স্বামী সাব্বির আহমেদকে গলা কেটে করে হত্যা করেছে দ্বিতীয় স্ত্রী রোজিনা খাতুন।
নিহতের স্বজনেরা জানান, এক মাস আগে রোজিনার সাথে বিয়ে হয় সাব্বিরের। ভোরে আড়য়াপাড়ার নিজ বাসায় ধারালো ছুরি দিয়ে সাব্বিরের গলা কেটে পালিয়ে যায় স্ত্রী। গুরুত্বর অবস্থায় সাব্বিরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। কুষ্টিয়া থানার ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটেছে। ঘটনার পর থেকেই নিহত সাব্বিরের দ্বিতীয় স্ত্রী রোজিনা পলাতক । তাকে আটকের চেষ্টা চলছে।